Saturday, August 9, 2025

তুহিন হত্যার দ্রুত বিচার দাবি তুলে রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন ও সমাবেশ

🔸 তুহিন হত্যার দ্রুত বিচার দাবি তুলে রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন ও সমাবেশ
🔸 টাইমলাইন 🔸 ৯ আগস্ট ২০২৫ দুপুর ১২টা – রাজশাহী নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে রাজশাহী প্রেস ক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 🔸 ৯ আগস্ট ২০২৫ দুপুর – রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে সাংবাদিক সংগঠনগুলো সমবেত হয়ে বিক্ষোভ সমাবেশ করে। 🔸 সমাবেশে বক্তারা – সাংবাদিক নেতা সাইদুর রহমান, কাজী শাহেদ, গোলাম মোস্তফা মামুন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 🔸 মূল দাবি – গাজীপুরে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনা এবং সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করা।অতিরিক্ত দাবিসমূহ – নিহত সাংবাদিকের পরিবারের সহযোগিতা, 🔸 সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে বাধা প্রদানকারীদের কঠোর শাস্তি।বিস্তারিত বিবরণ 🔸 গাজীপুরে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের দ্রুত ও সুষ্ঠু বিচারের দাবিতে শনিবার (৯ আগস্ট) রাজশাহীতে সাংবাদিক সংগঠনগুলোর আয়োজনে পৃথক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 🔸 দুপুর ১২টায় রাজশাহী নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে অনুষ্ঠিত মানববন্ধনে রাজশাহী প্রেস ক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের কর্মীরা অংশ নেন। সেখানে বক্তব্য রাখেন সাংবাদিক নেতা সাইদুর রহমান, কাজী শাহেদ, গোলাম মোস্তফা মামুনসহ অনেকে। তারা দাবি করেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকলকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে।একই সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে বিভিন্ন সাংবাদিক সংগঠনের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়। 🔸 এতে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, প্রেস ক্লাব ও রিপোর্টার্স ইউনিটির নেতারা অংশ নেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রিপোর্টার্স ইউনিটির সভাপতি সোহাগ মিয়া, সাধারণ সম্পাদক আল জাবের আহমেদ, সাংবাদিক সমিতির সভাপতি ইরফান, সাধারণ সম্পাদক সাজিদ, প্রেস ক্লাবের সভাপতি মনির ও সাধারণ সম্পাদক মারুফ হোসেন মিশনসহ অনেকে বক্তব্য রাখেন। 🔸 সাংবাদিকরা বলেন, তুহিনকে প্রকাশ্যে হত্যা করা হলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা যথেষ্ট নেই। বিচারহীনতার সংস্কৃতির কারণে এই ধরনের ঘটনা ঘটে আসছে। তারা দ্রুত অপরাধীদের বিচারের দাবি জানান।এছাড়াও সাংবাদিকরা চার দফা দাবি তুলে ধরেন— 🔸 ১. নিহত আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। 🔸 ২. নিহত সাংবাদিকের পরিবারের দায়িত্ব সরকারকে নিতে হবে। 🔸 ৩. সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে বাধা প্রদানে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। 🔸 ৪. সাংবাদিকদের জীবন ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 🔸 📢 জাতিসংঘ ঘোষিত মানবাধিকার ঘোষণা বাস্তবায়নে সচেষ্ট একটি নিরপেক্ষ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা — আইন সহায়তা কেন্দ্র ও সামাজিক মাধ্যম 🌍 🔸 📰 রাজনীতি, বাণিজ্য, খেলাধুলা, জাতীয়-আন্তর্জাতিক ব্রেকিং নিউজ, বিশ্লেষণমূলক সংবাদসহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন **বাহাদুর লাইভ নিউজে** 🐊 🔸 ━━━━━━━━━━━━━━━ 🔸 🎯 **আমাদের চ্যানেলে যা পাবেন:** 🔸 - সত্যবস্তুনিষ্ঠ সংবাদ 🔸 - আন্তর্জাতিক ও স্থানীয় রাজনীতি বিশ্লেষণ 🔸 - মানবাধিকার ও সামাজিক ন্যায়বিচার বিষয়ক প্রতিবেদন 🔸 - খেলাধুলা, অর্থনীতি, শিক্ষা ও প্রযুক্তির আপডেট 🔸 📌 ভিডিও ভালো লাগলে প্লিজ ❤️ লাইক, ✍️ কমেন্ট ও 🔔 সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 🔸 আপনার একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা! 🔸 ━━━━━━━━━━━━━━━ 🔸 📌 **আমাদের পরিচয়:** 🔸 **বাহাদুর মিডিয়া ইন্টারন্যাশনাল** এর একটি উদ্যোগ – সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। 🔸 ━━━━━━━━━━━━━━━ 🔸 🔖 **Hashtags (SEO + Viral):** 🔸 #BahadurLiveNews #বাংলাখবর #InternationalNews 🔸 #BreakingNews #BanglaJournalism #রাজনীতি 🔸 #মানবাধিকার #সত্যসংবাদ #খেলাধুলা #বাংলানিউজ 🔸 #নিরপেক্ষ_সংবাদ #BanglaBreakingNews #NewsToday #SubscribeNow 🔸 ━━━━━━━━━━━━━━━

No comments:

Post a Comment

পাকিস্তানে বন্যায় ব্যাপক প্রাণহানিতে তুরস্কের শোক

🔸 পাকিস্তানে বন্যায় ব্যাপক প্রাণহানিতে তুরস্কের শোক 🗓️ তারিখ: ১৬ আগস্ট ২০২৫ 🔸 📍 ইসলামাবাদ / আঙ্কারা 🔸 পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ...