Sunday, August 31, 2025

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৫০, আহত ৫ শতাধিক আফগানিস্তানে মধ্যরাতে হওয়া শক্তিশালী ভূমিকম্পে ২৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ৫০০ জন।

আহতদের উদ্ধারে ক্ষতিগ্রস্ত এলাকায় রওয়ানা হয়েছে উদ্ধারকারী দল। ছবি: তালেবান সরকারআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৫০, আহত ৫ শতাধিক
আফগানিস্তানে মধ্যরাতে হওয়া শক্তিশালী ভূমিকম্পে ২৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ৫০০ জন।সোমবার (১ সেপ্টেম্বর) তালেবান সরকারের তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা হতাহতের এ খবর আনাদোলু এজেন্সিকে জানিয়েছে বলে টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রোববার (৩১ আগস্ট) রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ছিল জালালাবাদ থেকে ২৭ কিলোমটির উত্তর-পূর্বে ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার গভীরে। এরপর থেকে অন্তত আরও তিনটি কম্পন হয়েছে। সেগুলোর মাত্রা ছিল ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২-এর মধ্যেদেশটির তথ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা আনাদোলুকে জানিয়েছেন, কুনার প্রদেশের নুর গাল, সাওকি, ওয়াটপুর, মানোগি এবং চাপা দারা জেলায় বেশি হতাহতের খবর পাওয়া গেছে।তিনি জানান, হতাহতদের সংখ্যা এখনো চূড়ান্ত নয়, কারণ অনেক দূরবর্তী এলাকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এখনো যোগাযোগ চলছে এবং ত্রাণকর্মীরা ঘটনাস্থলের পথে রয়েছেন।
এই কর্মকর্তা আরও বলেন, ভূমিধসের কারণে সাওকি জেলার দেওয়া গুল এবং নূর গুল জেলার মাজার দারা যাওয়ার সড়ক বন্ধ হয়ে গেছে। এর ফলে উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছাতে অসুবিধা হচ্ছে।আফগানিস্তানের অন্তর্বর্তী প্রশাসনের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ ভূমিকম্পে হতাহতের ঘটনা নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, ‘আজ রাতের ভূমিকম্পে দুঃখজনকভাবে আমাদের কয়েকটি পূর্বাঞ্চলীয় প্রদেশে প্রাণহানি ও সম্পদের ক্ষতি হয়েছে।’ মুজাহিদ জানান, স্থানীয় কর্মকর্তা ও বাসিন্দারা উদ্ধারকাজে নিয়োজিত রয়েছেন এবং কেন্দ্রীয় ও আশপাশের প্রদেশগুলো থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। মানুষের জীবন বাঁচাতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।এদিকে দুর্গম পাহাড়ি এলাকায় উদ্ধার অভিযানে সহায়তার জন্য ত্রাণ সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তালেবান সরকারের একজন কর্মকর্তা।
কুনার প্রদেশের পুলিশ প্রধান বিবিসিকে জানিয়েছেন, বন্যা এবং ভূমিকম্পের ফলে সৃষ্ট ভূমিধসের কারণে এলাকায় যাওয়ার সড়কগুলো বন্ধ হয়ে গেছে। আপাতত শুধুমাত্র আকাশপথেই উদ্ধার অভিযান সম্ভব বলে জানান তিনিতালেবান কর্মকর্তারা বলছেন, তালেবান কর্মকর্তারা আরও জানান, তাদের যে সীমিত সম্পদ রয়েছে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছাতে আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে হেলিকপ্টারের সহযোগিতা চাইছেন।
📢 জাতিসংঘ ঘোষিত মানবাধিকার ঘোষণা বাস্তবায়নে সচেষ্ট একটি নিরপেক্ষ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা — আইন সহায়তা কেন্দ্র ও সামাজিক মাধ্যম 🌍 📰 রাজনীতি, বাণিজ্য, খেলাধুলা, জাতীয়-আন্তর্জাতিক ব্রেকিং নিউজ, বিশ্লেষণমূলক সংবাদসহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন **বাহাদুর লাইভ নিউজে** 🐊 ━━━━━━━━━━━━━━━ 🎯 **আমাদের চ্যানেলে যা পাবেন:** - সত্যবস্তুনিষ্ঠ সংবাদ - আন্তর্জাতিক ও স্থানীয় রাজনীতি বিশ্লেষণ - মানবাধিকার ও সামাজিক ন্যায়বিচার বিষয়ক প্রতিবেদন - খেলাধুলা, অর্থনীতি, শিক্ষা ও প্রযুক্তির আপডেট 📌 ভিডিও ভালো লাগলে প্লিজ ❤️ লাইক, ✍️ কমেন্ট ও 🔔 সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা! ━━━━━━━━━━━━━━━ 📌 **আমাদের পরিচয়:** **বাহাদুর মিডিয়া ইন্টারন্যাশনাল** এর একটি উদ্যোগ – সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ━━━━━━━━━━━━━━━ 🔖 **Hashtags (SEO + Viral):** #BahadurLiveNews #বাংলাখবর #InternationalNews #BreakingNews #BanglaJournalism #রাজনীতি #মানবাধিকার #সত্যসংবাদ #খেলাধুলা #বাংলানিউজ #নিরপেক্ষ_সংবাদ #BanglaBreakingNews #NewsToday #SubscribeNow ━━━━━━━━━━━━━━━

No comments:

Post a Comment

আয়ন বাবু এবং রূপমের সাঁড়াশি অভিযান: কিশোরী খুন

আয়ন বাবু এবং রূপমের সাঁড়াশি অভিযান: কিশোরী খুন By MD babu Hossan BAHADUR Page 1/10 সূর্য সবে ডুবেছে। হুগলী নদীর পাড়ে একটা সাদা কাপড়ে...