Monday, August 18, 2025

বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার প্রাথমিক দল ঘোষণা

🔸 📰 বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার প্রাথমিক দল ঘোষণা
ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে ৩১ জনের দলে মেসি–মার্টিনেজরা, নতুন মুখ হোসে লোপেজমূল প্রতিবেদন 🔸 ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে আগামী সেপ্টেম্বর নিজেদের শেষ দুটি ম্যাচ খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সেই দুটি ম্যাচ সামনে রেখে ৩১ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। 🔸 দলে আছেন লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, ক্রিস্টিয়ান রোমেরোসহ পরিচিত তারকারা। তবে জায়গা হয়নি নিষেধাজ্ঞায় থাকা এনজো ফার্নান্দেজ এবং ইনজুরি থেকে না ফেরা পাওলো দিবালার।প্রথমবারের মতো স্কোয়াডে ডাক পেয়েছেন ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের স্ট্রাইকার হোসে মানুয়েল লোপেজ। তিনি চলতি মৌসুমে ৪২ ম্যাচে করেছেন ১৫ গোল। মূলত লাৎজিও ফরোয়ার্ড ভালেন্তিন কাস্তেয়ানোসের জায়গায় তাকে দলে নিয়েছেন কোচ লিওনেল স্ক্যালোনি। 🔸 এছাড়া রিয়াল মাদ্রিদের ১৮ বছর বয়সি মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকেও রাখা হয়েছে দলে।🧤 গোলরক্ষক 🔸 এমিলিয়ানো মার্টিনেজ 🔸 হেরোনিমো রুলি 🔸 ওয়াল্টার বেনিতেজ 🔸 🛡️ ডিফেন্ডার 🔸 ক্রিস্টিয়ান রোমেরো 🔸 নিকোলাস ওতামেন্দি 🔸 নাহুয়েল মলিনা 🔸 হুয়ান ফয়েথ 🔸 লিওনার্দো বালের্দি 🔸 ফাকুন্দো মেদিনা 🔸 নিকোলাস তাগলিয়াফিকো 🔸 মার্কাস আকুনিয়া 🔸 জুলিও সোলার 🔸 গঞ্জালো মন্টিয়েলমিডফিল্ডার 🔸 লেয়ান্দ্রো পারেদেস 🔸 নিকোলাস পাজ 🔸 এজেকিয়েল পালাসিওস 🔸 রদ্রিগো ডি পল 🔸 থিয়াগো আলমাদা 🔸 জিওভানি লো সেলসো 🔸 ক্লাদিও এচেভেরি 🔸 ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো 🔸 ভ্যালেন্টাইন কার্বোনি 🔸 অ্যালান ভারেলা 🔸 অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারফরোয়ার্ড 🔸 লিওনেল মেসি 🔸 হুলিয়ান আলভারেজ 🔸 লাউতারো মার্টিনেজ 🔸 নিকোলাস গঞ্জালেস 🔸 গিলিয়ানো সিমিওনে 🔸 আনহেল কোরেয়া 🔸 হোসে ম্যানুয়েল লোপেজবিশেষ নোট 🔸 ❌ এঞ্জো ফার্নান্দেজ (নিষেধাজ্ঞা) 🔸 ❌ পাওলো দিবালা (ইনজুরি) 📢 জাতিসংঘ ঘোষিত মানবাধিকার ঘোষণা বাস্তবায়নে সচেষ্ট একটি নিরপেক্ষ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা — আইন সহায়তা কেন্দ্র ও সামাজিক মাধ্যম 🌍 🔸 📰 রাজনীতি, বাণিজ্য, খেলাধুলা, জাতীয়-আন্তর্জাতিক ব্রেকিং নিউজ, বিশ্লেষণমূলক সংবাদসহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন **বাহাদুর লাইভ নিউজে** 🐊 🔸 ━━━━━━━━━━━━━━━ 🔸 🎯 **আমাদের চ্যানেলে যা পাবেন:** 🔸 - সত্যবস্তুনিষ্ঠ সংবাদ 🔸 - আন্তর্জাতিক ও স্থানীয় রাজনীতি বিশ্লেষণ 🔸 - মানবাধিকার ও সামাজিক ন্যায়বিচার বিষয়ক প্রতিবেদন 🔸 - খেলাধুলা, অর্থনীতি, শিক্ষা ও প্রযুক্তির আপডেট 🔸 📌 ভিডিও ভালো লাগলে প্লিজ ❤️ লাইক, ✍️ কমেন্ট ও 🔔 সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 🔸 আপনার একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা! 🔸 ━━━━━━━━━━━━━━━ 🔸 📌 **আমাদের পরিচয়:** 🔸 **বাহাদুর মিডিয়া ইন্টারন্যাশনাল** এর একটি উদ্যোগ – সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। 🔸 ━━━━━━━━━━━━━━━ 🔸 🔖 **Hashtags (SEO + Viral):** 🔸 #BahadurLiveNews #বাংলাখবর #InternationalNews 🔸 #BreakingNews #BanglaJournalism #রাজনীতি 🔸 #মানবাধিকার #সত্যসংবাদ #খেলাধুলা #বাংলানিউজ 🔸 #নিরপেক্ষ_সংবাদ #BanglaBreakingNews #NewsToday #SubscribeNow 🔸 ━━━━━━━━━━━━━━━

No comments:

Post a Comment

আয়ন বাবু এবং রূপমের সাঁড়াশি অভিযান: কিশোরী খুন

আয়ন বাবু এবং রূপমের সাঁড়াশি অভিযান: কিশোরী খুন By MD babu Hossan BAHADUR Page 1/10 সূর্য সবে ডুবেছে। হুগলী নদীর পাড়ে একটা সাদা কাপড়ে...