Sunday, October 12, 2025
বাহাদুরের সিংহাসন পর্ব 3
বাহাদুরের সিংহাসন পর্ব 3
ইংরেজদের বিরুদ্ধে প্রবল যুদ্ধ জয়ের পর বীরত্বের প্রতিজ্ঞা পূরণ করে রাজা হলেন বাহাদুর। প্রজা এবং সৈন্যরা আনন্দের কোলাহলে আকাশ মুখরিত করল। মুক্ত রাজ্যের নতুন অধিপতি, রাজা বাহাদুর, প্রতিজ্ঞা করলেন—এই দেশ চিরকাল স্বাধীন থাকবে।
রাজ্যের সব দুশ্চিন্তা দূর হলো। শান্তিতে দিন কাটতে লাগল। এরপর রাণী মেরিকে নিয়ে রাজা বাহাদুর সুখী সংসার শুরু করলেন। তাদের ঘর আলো করে এলো এক ফুটফুটে পুত্রসন্তান, যার নাম রাখা হলো সুলতান। সুখে শান্তিতে ভরে উঠল তাদের রাজ্য।
কিন্তু সেই সুখ বেশিদিন রইল না। আবারও কামান ও বন্দুক নিয়ে ফিরে এলো পুরোনো শত্রুরা। শান্তি ভেঙে পড়ল। ইংরেজ সৈন্যরা এবার আরও নৃশংস হয়ে গ্রামে-গঞ্জে হামলা শুরু করল। প্রজাদের বুক লক্ষ্য করে চলল গুলি।
এক অন্ধকার রাতে তারা সরাসরি রাজপ্রাসাদে হামলা চালাল। দেশের পাহারায় থাকা রাজা বাহাদুর সাহসের সাথে লড়লেন। শেষবারের মতো চিৎকার করে তিনি তার প্রতিজ্ঞা মনে করালেন প্রজাদের। শত্রুদের হাতে বীরের মতো প্রাণ দিলেন রাজা বাহাদুর।
প্রিয় স্বামীকে হারানোর পর রাণী মেরিকে গৃহবন্দী করে রাখল ইংরেজরা। আবারও শুরু হলো অত্যাচার। প্রজাদেরকে চাবুকের ঘা খেতে হলো, তাদের জমি কেড়ে নিয়ে জোর করে খাটানো হলো মাঠে-ঘাটে। রাজ্যের চারিদিকে নেমে এলো
দুঃখ আর অশান্তি।
কিন্তু রাজার ছেলে সুলতানকে লুকিয়ে রেখেছিলেন আগের বাড়ির একজন বিশ্বস্ত কাজের মহিলা, পারুল। গভীর রাতে সুলতানকে তার বাবার রাজ্যের গল্প বলতেন পারুল। অল্প বয়সেই সুলতান প্রতিজ্ঞা করল, বাবার মৃত্যুর প্রতিশোধ সে নেবেই।
সুলতান ধীরে ধীরে বড় হলো। সে জানত একা লড়া সম্ভব নয়। তাই দিনে-রাতে সবার চোখ এড়িয়ে সে দেশের প্রতিটি মানুষের সাথে গোপনে দেখা করতে লাগল। রাজার ছেলেকে দেখে আশার আলো দেখল নিপীড়িত মানুষজন। তারা সুলতানের ডাকে সাড়া দিল।
সুলতান এবার যুদ্ধের ডাক দিলেন। চারিদিক থেকে একত্রিত হলো সাধারণ মানুষ। হাতে তাদের কাস্তে, লাঙ্গল আর যা কিছু অস্ত্র হিসেবে ব্যবহার করা যায়। তাদের চোখে প্রতিশোধের আগুন, আর বুকে মুক্তির স্বপ্ন।
শুরু হলো মরণপণ যুদ্ধ। এবার প্রজাদের নেতৃত্ব দিচ্ছে তাদের রাজা বাহাদুরের ছেলে। সুলতানের তেজ ও জনতার সম্মিলিত প্রতিরোধে ইংরেজ বাহিনী পিছু হটতে বাধ্য হলো। কামান ও বন্দুক ছেড়ে তারা ভয়ে পালাতে শুরু করল।
সেইদিন ইংরেজরা দেশ ছেড়ে চিরতরে পালিয়ে গেল। আবার স্বাধীন হলো রাজ্য। বন্দীশালা থেকে মুক্ত হলেন রাণী মেরি। রাজা বাহাদুর আর রাণী মেরির সন্তান সুলতান ফিরে পেল তার রাজ্য, আর রাজ্যের মানুষ ফিরে পেল তাদের বহু আকাঙ্ক্ষিত সুখ আর শান্তি।
Subscribe to:
Post Comments (Atom)
বাহাদুরের সিংহাসন পর্ব 3
বাহাদুরের সিংহাসন পর্ব 3 ইংরেজদের বিরুদ্ধে প্রবল যুদ্ধ জয়ের পর বীরত্বের প্রতিজ্ঞা পূরণ করে রাজা হলেন বাহাদুর। প্রজা এবং সৈন্যরা আনন্দের কো...

-
🔸 গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণে ইসরাইলের ওপর আন্তর্জাতিক চাপের আহ্বান 📝 সাবহেডলাইন 🔸 কাতার-মিশরের প্রস্তাবিত ৬০ দিনের যুদ্ধবিরত...
-
মঞ্চ ’৭১ হাসিনাকে ফেরানোর নীলনকশার অংশ: রাষ্ট্রপক্ষের আইনজীবী” সাবহেডলাইন: ট্রাইব্যুনালে যুক্তি উপস্থাপনকালে রাষ্ট্রপক্ষ দাবি করেছে—মঞ্চ ’...
-
ইউক্রেনের স্বাধীনতা দিবসে রাশিয়ায় ড্রোন হামলা জোরদার সাবহেডলাইন: ২৪ আগস্ট স্বাধীনতা দিবস ঘিরে ইউক্রেন রাশিয়ার বিভিন্ন অঞ্চলে একের পর এক ...
No comments:
Post a Comment